২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২০, বিজ্ঞান

অধ্যায় তিন : জীবনের জন্য পানি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় তিন : জীবনের জন্য পানি’ থেকে আরো ৩টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ৩টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : প্রাকৃতিক কারণে পানি দূষণকে কী বলে?
উত্তর : প্রাকৃতিক কারণে পানি দূষণকে আর্সেনিক দূষণ বলে।
প্রশ্ন : কী কী উপায়ে পানি শোধন করা যায় ?
উত্তর : ছাঁকন, থিতানো, ফুটানো ও রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি শোধন করা যায়।
প্রশ্ন : দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?
উত্তর : পানির অপর নাম জীবন। কিন্তু দূষিত পানি জীবনের জন্য খুব ক্ষতিকর। তাই দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া এসব রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি?
উত্তর : বায়ুতে সব সময় কি পরিমাণ জলীয়বাষ্প থাকে। এটি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। নিচে পরীক্ষাটি বর্ণনা করা হলো-
প্রয়োজনীয় উপকরণ : একটি গ্লাস, বরফের টুকরা।
বর্ণনা : একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ নিয়ে কিছুক্ষণ রেখে দেই। এবার গ্লাসের বাইরের দিক পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, সেখানে পানি জমেছে। এ পানি গ্লাসের ভেতরের বরফ থেকে আসেনি, বরং বরফের ঠাণ্ডার কারণে গ্লাসটি ঠাণ্ডা হওয়ায় সে ঠাণ্ডার পরশে বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানিকণায় পরিণত হয়েছে। এ জন্য গ্লাসের বাইরে পানি জমেছে। অর্থাৎ বায়ুতে যে জলীয়বাষ্প থাকে তা ঠাণ্ডা গ্লাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে পানিকণায় পরিণত হয়েছে এবং গ্লাসের বাইরের গায়ে তা বিন্দু বিন্দু পানির আকারে জমা হয়েছে। সুতরাং বলা যায়, বায়ুতে সব সময়ই কিছু জলীয়বাষ্প থাকে।
প্রশ্ন : বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো।
উত্তর : বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে যাওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
১. বায়ু যখন ঠাণ্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়।
২. অর্থাৎ পানির অবস্থার পরিবর্তন হয়।
৩. কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে বরফের ঠাণ্ডার কারণে গ্লাসটি ঠাণ্ডা হয়ে যায়।
৪. আর সে ঠাণ্ডার পরশে বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানির কণায় পরিণত হয়।
৫. তাই বরফসহ পানির গ্লাসের বাইরের অংশ ভিজে যায়।
প্রশ্ন : ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম?
উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। বায়ু যখন ঠাণ্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। এই পানির ফোঁটাই হলো শিশির। এ কারণেই ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

সকল